রাশেদুল হাসান
বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল আযহা। ঈদ উৎসব আমাদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। ঈদ নিয়ে আসে ইন্দ্রিয়ের ইচ্ছা সাধনের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির সুযোগ নিয়ে। সকল অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানিসহ সব নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে মানবীয় সদ্গুণাবলি অর্জনের সুযোগ নিয়ে আসে। ঈদ আনন্দের বার্তা বয়ে আনে, সেই আনন্দ সারা বছর যেন সবার জীবনে অটুট থাকে।
ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ সপরিবারে গ্রামের বাড়ি আসেন। সবার যাত্রা নিরাপদ ও নির্ঝঞ্ঝাট করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করা উচিত। মহাসড়কগুলোয় যান চলাচল নির্বিঘœ করতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মনোযোগী হওয়া জরুরি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা উচিত নয়, যানবাহনের চালকদের সতর্কভাবে যান চালানো উচিত। মহাসড়কে কোনো মোটরযান বিকল হলে কিংবা দুর্ঘটনায় পড়লে সেটিকে দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা জরুরি, যাতে যানজটের সৃষ্টি না হয় এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক হওয়া উচিত।
আমাদের প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, ও শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন।
সম্পাদক, নতুন ফেনী।