ফেনী জেলা দলে সেরা একাদশে থাকছে যারা • নতুন ফেনীনতুন ফেনী ফেনী জেলা দলে সেরা একাদশে থাকছে যারা • নতুন ফেনী
 ফেনী |
৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী জেলা দলে সেরা একাদশে থাকছে যারা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ পূর্বাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ক্রীড়া ডেস্ক>>
মাত্র কয়েক ঘন্টা পরে মাঠে গড়াবে সেইলর বাফুফে জাতীয় ফুটবল অনুর্ধ্ব-১৫ ফাইনাল। নারায়নগঞ্জের সাথে লড়বে গ্রুপ চ্যাম্পিয়ান ফেনীর ছেলেরা। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে একাদশের তালিকা।
সংশ্লিষ্ট সূত্র মতে, টুর্ণামেন্টের ফাইনালে গোল কিপিং’র দায়িত্ব পালন করবে নিশান, দলে থাকছে ডিফেন্টার ফখরুল বাবু, লাল হিম সাহা, হৃদয়, মিডফিল্ডারের দায়িত্ব পালন করবে কণিক, রানা, মেহেদী ও রাজন এবং স্টাইকারে থাকছে বরাবরের মত রাসেল ও নাজিম।
এদিকে আজও কঠোর অনুশীলনে ব্যস্ত ফেনীর কিশোররা। বাফুফ ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্প মাঠে সকাল থেকে অনুশীলন করছে তারা।
দলের কাপ্তান ইফতেখার হোসেন অনিক নতুন ফেনী’কে বলেন, শিরোপা অর্জনের জন্য আজো ঢাকায় আমরা কঠোর অনুশীল করছি। বিকাল ৫টায় খেলার  জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২ দফা খেলা পেছানো হয়। বাফুফ সূত্র জানায়, ওই দিন বৃষ্টির কারণে খেলা স্থগিত করে ১২ সেপ্টেম্বর তারিখ ঘোষণা করে। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় খেলা ১দিন পিছিয়ে ১৩ তারিখ নির্ধারণ করে বাফুফে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.