ক্রীড়া ডেস্ক>>
সেইলর বাফুফে জাতীয় ফুটবল অনুর্ধ্ব-১৫ ফাইনাল খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেয়িামে যাচ্ছেন ফেনীর চার বিশিষ্ট জন। রবিবার বিকালে ফেনী জেলা দলের সাথে নারায়নগঞ্জ জেলার খেলা স্টেডিয়ামে থেকে ফেনীর খুদে খেলোয়াড়দের উৎসাহিত করবেন তারা এমন তথ্য নিশ্চিত করেছে জেলা ক্রীড়া সংস্থা।
জানা যায়, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিনা আক্তার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা স্টেডিয়ামে খেলা দেখবেন। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাটি বড় পর্দায় দেখানো হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার নিশ্চিত করেন।
এছাড়াও ফাইনাল খেলাটি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে এবং টিভি পর্দায় সরাসরি উপভোগ করার জন্য ফেনী বাসী ও ঢাকাস্থ ফেনী বাসীকে ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
ফাইনাল খেলাটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এ সরাসরি সম্প্রচার এবং বাংলাদেশ বেতার খেলাটির ধারা বর্ণনা করবে।
সম্পাদনা: আরএইচ