ছবিটি: প্রতিকী
ক্রীড়া প্রতিনিধি>>
কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে ফেনীর মেয়েরা। মঙ্গলবার লক্ষীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া কুমিল্লা জেলা দলকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে আনে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ফেনীর মেয়েরা কুমিল্লা জেলার মেয়ের ১-০ গোলে পরাজিত করে। ফেনী জেলা দলের পক্ষে একমাত্র গোলটি করে মধ্যভাগের খেলোয়াড় সাহেদা আক্তার।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার নতুন ফেনী’কে জানান, আমাদের মেয়েরা দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়েছে। এটি বজায় রাখতে পারলে সেমিফাইলে প্রতিপক্ষদলকে পরাজিত করে আমাদের মেয়েরা ফাইনালে খেলতে পারবে।
এদিকে ফেনীর মেয়েদের এমন সফলতায় অভিনন্দন জানান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবু সুফিয়ান।
সম্পাদনা: আরএইচ








