ক্রীড়া ডেস্ক>>
সেইলর বাফুওফ জাতীয় চ্যাম্পিয়ানশীপে বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার প্রদান করেছে ফেনী জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে অায়েঅজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা ফুটবল এ্যাসোসিয়শন’র সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য বাহার উদ্দিন বাহার প্রমূখ। এসময় অনুর্ধ্ব-১৫ দলের ম্যানেজার শাহজাদা, কোচ শিমুল, অফিসিয়াল জাহাঙ্গীর, তুহিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ সেপ্টম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টডেয়িামে নারায়নগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শিরোফা অর্জন করে ফেনী।
সম্পাদনা: আরএইচ








