নিজস্ব প্রতিনিধি >>
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ৩৩ রানে জয় লাভ করে লক্ষীপুর জেলা স্কুল। শনিবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে লক্ষীপুর জেলা স্কুল ব্যাট-বলের যুদ্ধে মিলিত হয় কুমিল্লা জেলা স্কুলের খেলোয়াড়দের সাথে।
টসে জিতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে লক্ষীপুর জেলা স্কুলের খেলোয়াড়রা। ২৭ ওভার ৫ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে তারা ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে রাসেল। জবাবে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৫ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে কুমিল্লা জেলা স্কুল। দলের পক্ষে মেহেদী সর্বোচ্চ রান সংগ্রহ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি সে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া লক্ষীপুর জেলা স্কুলের রাসেলকে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার। এসময় কোচ আবদুল আহাত ও দীপক চন্দ্র নাথ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রবিবার একই স্টেডিয়ামে ফেনী জেলা স্কুলের খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্ধিতা করবে খাগড়াছড়ি জেলা স্কুল দলের খেলোয়াড়রা।
সম্পাদনা: আরএইচ