রোববারের ম্যাচে মেসিই গোলের উৎস তৈরি করে দেন। মেসির ক্রম নেইমারকে খুঁজে পেলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেড করলে গোলরক্ষক তা ফিরিয়ে দেন। ফিরতি শটে বল জালে জড়ান বুসকেটস। সেই কারণেই হয়তো স্বাগতিক দর্শক মেসির ওপর রাগ ঝাড়লেন। খেলার ৯৪তম মিনিটে গোলের পর বার্সেলোনা খেলোয়াড়রা সবাই গোলদাতা বুসকেটকে নিয়ে উল্লাসে মেতে উঠেন। এ সময় স্বাগতিক দর্শকদের কেউ একজন মেসির মাথায় বোতল মারেন। সবাই উল্লাসে মেতে উঠলেও এ সময় মেসিকে মাথায় হাত দিয়ে মাথা চেপে ধরে রাখতে দেখা যায়। এ সময় রাফিনহা মাঠ থেকে বোতলটি তুলে নিয়ে মাঠের বাইলে ফেলে দেন।
এদিকে মেসি মাথায় হাত দিয়ে রেফারিকে বোতল মারার ঘটনাটি দেখাতে গেলে রেফারি মনে করেন মেসি সময় নষ্ট করার জন্য এটি করছেন। এটা ভেবে মেসিকেই উল্টো হলুদ কার্ড দেখান রেফারি। এদিকে ম্যাচ শেষে ভ্যালেন্সিয়া এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, তারা ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তাকে খুঁজে পেলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
সম্পাদনা: আরএইচ







