ফেনীতে পাঁচ বছর পর শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে পাঁচ বছর পর শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ • নতুন ফেনী
 ফেনী |
১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পাঁচ বছর পর শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৮ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
প্রায় পাঁচ বছর পর ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। মঙ্গলবার সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মো. সাহেদ উদ্দিন মিল্লাত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফু, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল আজিজ চৌধুরী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আবদুল মোতালেব চৌধুরী হুমায়ুন, বাহার উদ্দিন বাহার, মো. আজম চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, গোলাম রাব্বানী, এম সফিকুল হোসেন মহিম প্রমুখ।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, আগামী ২৯ নভেম্বর বুধবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট লীগে ৭টি গ্রুপে ২৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিনের খেলা সকাল সাড়ে ৮ টা থেকে শুরু করা হবে।
সম্পাদনা: আরএইচ/এপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.