নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দ্বিতীয় বিভাগ ক্রিকেটলীগ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাতের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক রিপন, জহির উদ্দিন মুকুট, আবদুল আজিজ চৌধুরী, আজম চৌধুরী, আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য; দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে ৭টি গ্রুপে ২৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুইটি ম্যাচে চারটি দল অংশগ্রহণ করবে।
সম্পাদনা: আরএইচ/এএইচবি