সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বড়হালিয়া গ্রামে ষাটোর্ধ বৃদ্ধাদের ব্যাতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আলী মেম্বার বাড়ী সংলগ্ন মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী প্রধান অতিথি ও সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা যুবলীগের আহবায়ক জামাল উদ্দিন (ছোট), আলীগ নেতা নুরুল ইসলাম ভুট্টু, বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত উল্যাহ বিটু প্রমুখ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির সদস্য মোল্লা মোহাম্মদ ইলিয়াছ জানান, এ খেলায় ৬০ বছর থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধারা অংশ গ্রহণ করবে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে ষাটোর্ধ বৃদ্ধাদের ব্যাতিক্রমী ফুটবল ম্যাচ







