ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহিপাল সংলগ্ন আলহাজ্জ কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী খেলায় অংশ নিয়ে হাজী পাড়া ক্রীড়া চক্র ও মহিপাল একতা সংসদ ট্রাইবেকারে ড্র করে।
পরে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের হাতে টেলিভিশন ও ক্রেস্ট তুলে দেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজীর আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ হারুন অর রশীদ মজুমদার, মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো: আসাদুজ্জামান। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সাহাব উদ্দিন, সমাজ সেবক নুরুল আমিন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







