ফেনীতে স্টার লাইন গ্রুপের অর্থায়নে রেফারীজদের মাঝে জার্সি বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২০ জন রেফারীজ’র মাঝে জার্সি বিতরণ করা হয়। ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র সভাপতি ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবীর বিপিএম, পিপিএম’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ফেনী ফুটবল রেফারীজ এসোসিয়েশন সহ- সভাপতি ও নবনির্বাচিত কাউন্সিলর আমীর হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি মোঃ আবু তাহেরসহ ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন সংগঠনের সদস্য ও রেফারীবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এইচআর







