অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ফাইনালে ফেনীর ইহাভ ১২৭ রানে অপরাজিত • নতুন ফেনীনতুন ফেনী অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ফাইনালে ফেনীর ইহাভ ১২৭ রানে অপরাজিত • নতুন ফেনী
 ফেনী |
২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ফাইনালে ফেনীর ইহাভ ১২৭ রানে অপরাজিত

ক্রীড়া ডেস্কক্রীড়া ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪২ অপরাহ্ণ, ০৫ মার্চ ২০২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনুর্ধ ১৪ ন্যাশনাল ক্রিকেট কম্পিটিশন ২০২১-২২ এর বিভাগীয় ফাইনালে বিকেএসপির বিপক্ষে চট্টগ্রাম বিভাগীয় দলের ফেনীর ছেলে মিনহাজুর রহমান ইহাভ ২৯৯ বলে ১২৭ করে অপরাজিত রয়েছে। ইহাভ ফেনী জেলা অনুর্ধ ১৪ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে বিভাগীয় দলে জায়গা করে নেয় এবং নিয়মিত ভাল পারফরম্যান্স করে আসছে।চট্টগ্রাম বিভাগীয় দলে ফেনীর আরো দুইজন রানা ও মাহিম নিয়মিত খেলছে ও পারফরম্যান্স করছে। ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেন, বিভাগের দলে ভাল খেললে অনূর্ধ্ব ১৪ চ্যালেন্জার ট্রপিতে খেলার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দলে ডাক পেতে পারে। তাদের ভাল পারফরম্যান্সে খুশি হয়ে নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক  আবু সেলিম মাহমুদ উল হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.