ফেনীর ছেলে মিজানুর রহমান হাজারী সজিব বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার দিনভর রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ডা. মো. মোজাম্মেল হক খান-ক্যা শৈ ক্ল্যা প্যানেল হতে নির্বাচনে অংশ নিয়ে এ বিজয় লাভ করেন।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার জানান, নির্বাচনে ৮০ ভোটের মাঝে ৭০ ভোট পেয়ে সজিব হাজারী নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
সদস্য নির্বাচিত হয়ে সজিব হাজারী ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।