ফেনীতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা ‘ফেনীয়ান উইমেন্স বিজনেস মিটআপ -২০২ ‘ অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর (মঙ্গলবার) শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রমাসক সুমনী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের জীবনের সফলতার গল্প শোনান স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। গতি ডেলিভারি সার্ভিসের সিইও রহমত উল্যাহ সুমনের সঞ্চালনায় এতে অগ্রসরমান নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প বলেন।
মেলায় ফেনীর নারী উদ্যোক্তাদের ১৮টি স্টলে তাদের পণ্য স্থান পায়। হাতের তৈরি পিঠা, বিভিন্ন রকম খাবার, কেক, হাতের তৈরি বিভিন্ন প্রকার দ্রব্যাদি, কসমেটিকস সামগ্রী , মেয়েদের জামা-কাপড় ইত্যাদি পণ্য সামগ্রী’র পসরা সাজিয়ে বসেন ফেনীর এইসব নারী উদ্দোক্তা’রা। আগত অতিথি’রা নারী উদ্যোক্তাদের এসব স্টল ঘুরে দেখেন এবং তাদের পণ্য সামগ্রীর প্রশংসা করেন।
আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন,ফেনীতে নারীরা ঘরে বসে নিজেদের কার্যক্রমে সীমাবদ্ধ নয় এই বিজনেস মিট আপ এটাই প্রমাণ করে। এই ধরনের আয়োজন এবং নারী উদ্যোক্তাদের কার্যক্রমে অন্যরা উদ্বুদ্ধ হবে, নিজেদের স্বাবলম্বী করার জন্য। আয়োজক কমিটি এবং নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এই ধরনের আয়োজনের জন্য।
আয়োজকদের একজন ফেনীয়ান বিজনেস ওমেন্স গ্রুপের এডমিন রাইসা পায়েল জানান, ফেনীতে নারীরা উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিভাবে তাদের বিজনেস পলিসি দাড় করাবে, কিভাবে বিজনেস চালিয়ে নিবে সেই ধারণা পাচ্ছে নাহ। তাই আমরা এই গ্রুপের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম দাড় করিয়ে তাদের সেই সাহায্য করার চেষ্টা করছি।
আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
সম্পাদনা:আরএইচ/এমকে







