ফেনীর একটি বেসরকারী হাসপাতালে জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধু একসাথে ৪টি সন্তানকে স্বাভাবিক নিয়মে প্রসব করেছেন। শুক্রবার পুরোপুরি সুস্থ্য ঘোষণা হওয়ায় গৃহবধু ও সন্তানদের নিজ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
গৃহবধুর স্বামী ফরহাদ জানান, মঙ্গলবার প্রসব বেদনা আসলে তার স্ত্রীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওই রাতেই তার স্ত্রী জান্নাতের থেকে ২ ছেলে ২ মেয়ে ভূমিষ্ট হয়।

হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. অধ্যাপক আবদুল কাইয়ুম জানান, প্রথমে ওই নারীর পেটে ৩ সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হই। প্রসবকালে তিনি একেএকে ৪টি সন্তান প্রসব করেন। মঙ্গলবার সন্তানগুলো জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা ছিলো। শুক্রবার তারা পুরোপুরি সুস্থ্য হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গৃহবধু জান্নাতের স্বামী ফরহাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। ফরহাদ জানান, একসাথে ৪ সন্তান পেয়ে আমি এবং আমার স্বজনরা খুব খুশি। পরিবারের সবাই মিলে আমার সন্তানদের যত্ন নিলে এদের লালনপালনে কোন সমস্যা হবেনা বলে মনে করেন তিনি।







