ফেনীর মেয়েদের অনলাইন ভিত্তিক জনপ্রিয় গ্রূপ ফেনী অনলাইন ফিমেল এন্ট্রেপ্রেনর্স (ফফে) ফোরামের সেলার মিট “বিজনেস ফিয়েস্তা” অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর (শনিবার) ফুডল্যান্ড রেস্টুরেন্টে দিনব্যাপি এটি আয়োজন হয়।
প্রায় ১০০ নারী উদ্যোক্তার অংশগ্রহনে প্রশিক্ষন, আইডিয়া শেয়ার, জয়িতা মুখ, বেস্ট কন্ট্রিবিউটর স্মারক প্রদান, কেক কাটা, মধ্যহ্নভোজ সহ দিনভর নানা আয়োজনে ভরপুর ছিলো বিজনেস ফিয়েস্তা-২০২১। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অংশগ্রহনার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন ফেনী চেম্বার অব কমার্স এর পরিচালক ও ফেনী জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু ।

অনুষ্ঠানে অনলাইন সেলস,ডিজিটাল মার্কেটিং সহ নানা বিষয়ে প্রশিক্ষন পরিচালনা করেন আরলা ফুডসের টেরিটরি অফিসার মোঃ শিহাব উদ্দিন, উদ্যোক্তা প্রশিক্ষক ও বিজনেস কনসালটেন্ট শরিফুল ইসলাম অপু।
ফফের এডুকেশন এন্ড প্রমোশন ডিরেক্টর রাশনা আকলিমা প্রমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের প্রেসিডেন্ট ফারজানা ইয়াসমিন ইমু,ভাইস-প্রেসিডেন্ট নাহিদা আক্তার ক্যামরিন, ডিরেক্টর আছফিয়া আক্তার, নুসরাত সুলতানা মিম, রোমানা আক্তার,নুসরাত জাহান এসরা । ফোরাম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা ইয়াসমিন,ইসরাত জাহান চৌধুরী,সানজিদা আফরোজ ও মেশকাত জাহান তিথি । এতে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন বন্ধন ওমেন্স পার্লার এর স্বত্বাধিকারী নাজনিন নাজু, এস এইচ বুটিক এর স্বত্বাধিকারী রোকেয়া আক্তার শারমিন, সাবরিনাস ক্রাফট এর স্বত্বাধিকারী সাবরিনা চৌধুরী ।
অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের জয়িতা মুখ হিসেবে কাজী ফারজানা আক্তার, লাবণ্য হোসেন, সায়মা রহমান, তানিয়া তাবাসসুম ও ফারহানা আফরিন নির্বাচিত হন ।
সম্পাদনা:আরএইচ/এইচআর







