ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোমায়রা ইসলাম ও এন এম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদাতের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারী জায়গায় ও ড্রেনের উপর দোকানঘর নির্মাণ করে আসছে একটি চক্র। বুধবার ওই ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় সরকারী ড্রেনের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এ সময় টিনশেডের কয়েকটি দোকানঘর বুলড্রেজার দিয়ে ধংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক এনএম আবদুল্লাহ আল মামুন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রাখা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।







