দাগনভূঞা প্রতিনিধি>>
ফেনীর দাগনভূঞায় ট্রাক চাপায় আবুল বাশার (২৭) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার উপজেলা কমপ্লেক্সের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকালে উপজেলার দাসপাড়া সড়ক থেকে অটোরিক্সাসহ ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে উঠতে চাইলে ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ফেনী ট-১১-৩৪৮৪) চাপা দেয়। এতে গটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালক নজির আহাম্মদকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত আবুল বাশার লক্ষীপুর জেলার ইব্রাহিম খলিলের ছেলে।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: অারএইচ/এনকে







