সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে দশদিনে ৫ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে স্বস্থি বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ আগষ্ট শনিবার রাতে চরদরবেশ ইউনিয়নের জামাদার বাজার থেকে জলদস্যু বাবুলকে (৩০) গ্রেফতার করে পুলিশ। তার নামে সোনাগাজী মডেল থানায় ৪টি মামলা রয়েছে। সে উপজেলার চর সাহাভিখারী গ্রামের ফকির আহমেদের ছেলে। পরদিন রবিবার দুপুরে ফেনীর শহরের ট্রাংক রোড় থেকে একই গ্রামের আবু তাহেরের পুত্র জলদস্যু আবদুল কাদেরকে (২৮) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বাগিনা কালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জলদস্যু জসিমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে জেলেদের নৌকা লুট, ডাকাতি, অপহরনের অভিযোগে অন্তত ১৫টি মামলা মামলা রয়েছে। এর মধ্যে ৭ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের জামাদার বাজার থেকে উপকুলীয় জলদস্যু সর্দার বোমা সিরাজ (৩১) ও দক্ষিন চর ছান্দিয়া ভুঞা বাজার থেকে মোঃ রিপনকে (৩২) আটক করে পুলিশ। আটককৃত সিরাজ ওই ইউনিয়নের চৌরাস্তা এলাকার বজল হকের ছেলে ও রিপন স্থানীয় বড় মাঝী বাড়ীর আবুল কালামের ছেলে। সিরাজের বিরুদ্ধে থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক নবীর হোসেন জানান, সোনাগাজীতে সব ধরণের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধীদের সনাক্ত ও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর
সোনাগাজীতে দশদিনে ৫ জলদস্যু গ্রেফতার







