শনিবার ছাগলনাইয়া শিশু পরিবারের সদস্যদের বিক্ষোভের একাংশ >> ছবি: নতুন ফেনী
নিজস্ব প্রতিনিধি >>
অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে ছাগলনাইয়া সরকারী শিশু পরিবার। পরিবারের শিশুদের মানসিক ও শারিরিক নির্যাতন করে বের করে মোটা অংকের বিনিময়ে পছন্দমত ভর্তি করার অভিযোগ উঠেছে উপতত্ত্বাবধায়ক আফতাব উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে পরিবারে অবস্থানরত শিশু ও অন্যান্য কর্মকর্তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র ও পরিবারের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, শিশু পরিবারে শিশুদের উপর নির্যাতন করে বা ছাই-ছঁতো অযুহাত তুলে উপতত্ত্বাবধায় আফতাব উদ্দিন শিশুদের বহিস্কার করে মোটা অংকের বিনিময়ে অন্যদের ভর্তি করায়। ওই প্রতিষ্ঠানে ৫০ জন উপজাতিকে ভর্তি করা হয়েছে যাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করে তারা। এ ছাড়া ফান্ড নাই, বরাদ্ধ নাই এমন নানা অযুহাতে শিশু পরিবারে শিক্ষার্থীদের সরকারী বইয়ের বাইরে গ্রামার ও ব্যাকরণ বই, শিক্ষা সামগ্রী দেয়া হয় না। তাদের দাবী, শিশু পরিবারের সদস্যদের বছরে দুই বার জামা কাপড় দেয়া হলেও আফতাব উদ্দিনের নিয়োগর পর বিগত দু’ বছরে মাত্র একবার পরিধেয় বস্ত্র পায় তারা। বিগত দুই মাসে শিশুদের খাবারের মেনুতে গরুর মাংশ থাকে না। তাদের দাবী পরিবারের অন্যদের দেয়া ছাগল বা ছাগলের মাংশ ওই বরাদ্ধ থেকে টাকা হাতিয়ে নেয়া হয়। তারা অভিযোগ করেন, শিশুদের জন্য খাবার অনুপযোগি ও দুর্গন্ধযুক্ত চাল কেনা হয়। শিশুদের অভিযোগ বিগত চার বছর ধরে পরিবারের সদস্যদের বিছনা চাদর, বালিশ, লেপ, তোষক, থালা, বাটি, গ্লাস দেয়া হচ্ছে না।
এ নিয়ে ২৯ আগষ্ট শনিবার পরিবারের শিশুদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দিন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর স্মারক প্রদানের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে ছাগলনাইয়া শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক আফতাব উদ্দিনের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম নতুন ফেনী’কে জানান, এ সম্পর্কে তিনি অবগত আছেন। বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ