নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় জয় কালী মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানা বেগম সুরমা। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, জয়কালী মন্দির কমিটির সভাপতি বিরাজ কান্তি মজুমদার। এর আগে জয়কালি মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভা যাত্রায় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোক অংশ নেয়।
সম্পাদনা: এনকে
বণ্যাঢ্য আয়োজনে ফেনীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত







