নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ‘আলোক ফাঁদ’ ব্যবহার করে রোপা আমন ধানের পোকা দমন পদ্ধতি চালু হয়েছে। ফেনী সদর উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে এ পদ্ধতি জনপ্রিয় করে তোলা চেষ্টা চলছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া ব্লক ও বিরলী ব্লকে ‘আলোক ফাঁদ’ স্থাপন করা হয়। এসময় সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, এএইও মতিউর রহমান, এসএপিপিও রফিক উল্যাহ, বিরলী ব্লক’র এসএএও বাবু প্রণবচন্দ্র মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়, আলোক ফাঁদ’র মাধ্যমে রোপা আমন ধানে বাদামীগাছ ফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকা শনাক্তকরণ ও এ পোকা দমনে ব্যবস্থা নেয়া যায়। এতে করে কৃষক বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।
সম্পাদনা: আরএএইচ
ফেনীতে পোকা দমনে ‘আলোক ফাঁদ’







