দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দাগনভূঞা থানা চত্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা দিদারুল কবির রতন।
কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়ক ও থানার পরিদর্শক আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ইউএনও ফরিদা খানম, পৌর মেয়র ওমর ফারুক খাঁন।]
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিমের সঞ্চাণনায় সভায় মহিলা ভাইস চেয়ারম্যার শাহিদা আক্তার শেফালি, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান এছহাক জগলু, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, বিটিভি ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ উপস্থিত ছিলেন।
সভায় আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও গোলাম বেলালকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় কমিউনিটি পুলিশিং সভা







