শহর প্রতিনিধি>>
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব চার্টার লাভ করেছে। ৭ অক্টোবর বুধবার রোটারী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কে আর রবিন্দ্রণ চার্টার এ ক্লাবের চুড়ান্ত অনুমোদন দেন।
নতুন ক্লাবটির আরাফাত উল মিল্লাত দিপুলকে প্রেসিডেন্ট ও মাখজাম হায়দার মিরাজকে সেক্রেটারী ঘোষণা করা হয়। ১৮ বছর থেকে ৩০ বছর বয়স সীমার মধ্যে ২৮ জন সদস্য নিয়ে ক্লাবটি গঠিত হয়। ক্লাবটির পি.এসসিসি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে এডভোকেট রাশেদ মাযহারকে। এ উপলক্ষে শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে কেক কেটে উৎসবের আয়োজন করে ক্লাবটির সদস্যরা।
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজ জানান, রোটারী ক্লাবের মতো রোটার্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব সমান ভাবে আত্ব মানবতার সেবায় কাজ করে যাবে।
সম্পাদনা: আরএইচ/এনকে
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের চার্টার লাভ







