ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান ছিলেন চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়েজ আহাম্মদ বিএ।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য শিমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলসহ পৌর কাউন্সিলর, সাংবাদিক, রাজনীতিবীদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় কমিউনটি পুলিশিং সমাবেশ
