সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, মানববন্দন ও পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফা হক’র সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন , এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র ভৌমিক, নারী নেত্রী আনোয়ারা বেগম , ফরিদা ইয়াসমিন প্রমূখ।
পরে উপজেলার ৭ জন দুস্থ্য মহিলা সংস্থার মাঝে বিশ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয় এবং চার জন জয়ীতাকে সম্মাননা সনদ প্রদান দেয়া হয়।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
