নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দিনব্যাপী নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। বুধবার প্রথম প্রহর থেকে ফুলে ফুলে ছেয়ে যায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। র্যালী, আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
শহরের জেল রোডস্থ শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এরপর একেএকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, ফেনী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, যুবলীগ, ছাত্রলীগ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনী ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। একই দিন বেলা সাড়ে ১১ টায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা আওয়ামীলীগ ও ইসলামিক ফাউন্ডেশন পৃথক আলোচনা সভার আয়োজন করে।
দুপুরে ফেনী জেলা কারাগারে বন্দি, হাসপাতাল ও শিশু সদনে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে প্রশাসন ছাড়াও নানা কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
