সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট সামাজিক সংগঠন মোহনা সমাজ কল্যাণ সংসদ’র চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে ক্লাব সভাপতি এমরান উদ্দিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিএসএফ চক্ষু হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মো. আবদুল মোমিন।
ক্লাবের আজিবন সদস্য আব্দুল বাসেতের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন মমতাজ মিয়ার হাট পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফছার, লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড ফেনীর ভাইস প্রেসিডেন্ট ও মোহনা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আক্তার হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মমতাজ মিয়ার হাট পরিচালনা কমিটির সেক্রেটারী আবুল হোসেন মিয়া মেম্বার, ব্যবসায়ী মিন্টু মিয়া প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে দুঃস্থ ও অসহায় প্রায় একশত বিশ জন নারি-পুরুষকে চিকিৎসা প্রদান করেন সিরাজগজ্ঞ ওয়াহিদা এন্ড মতিন মেমোরিয়াল সিএসএফ চক্ষু হাসপাতালের ডাঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে মোহনা সমাজ কল্যান সংসদের ব্যবস্থাপনায় রোগীকে বিনা মূল্যে ঔষধ, চশমা ও অপারেশন এর জন্য ব্যবস্থা করা হয়।
সম্পাদনা: আরএইচ
মমতাজ মিয়ার হাটে মোহনা ক্লাব’র চক্ষু শিবির ক্যাম্প







