সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকাসহ কম্বল ও রান্না সামগ্রি বিতরণ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার সকালে শহরের মাস্টার পাড়াস্থা তাঁর বাসভবনের সামনে ক্ষতিগ্রস্থদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ, জেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান, ফেনী জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন দিদার, হারুন অর রশীদ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, মোটবী ইউপি সদস্য মানিক উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার দুপুরে ওই গ্রামের মনু ভূঞা বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে মকবুল হোসেন, বাবুল, রাসেল, ইব্রাহিম ভূঞা, বেলাল হোসেন, সামছুল হক, রহিম উল্যাহ ও আবদুল মান্নান বসতঘর ভষ্মিভূত হয়ে যায়। পরে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে তাৎক্ষণি ঘটনাস্থলে ছুটে যান সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকাসহ কম্বল প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ








