নতুন ফেনী টিম >>
ফেনীতে ভোটার বিহীন ভোট উৎসব চলছে। জেলার তিনটি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ফেনী ও পরশুরাম পৌরসভায় একটি কাউন্সিলপদ ছাড়া মেয়রসহ সব কাউন্সিল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। ফলে তিন পৌরসভার ৪টি কাউন্সিলর ও এক পৌরসভায় মেয়র পদে মোট ১১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র মতে, ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আতাতুর্ক মডেল হাইস্কুল, বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জগতপুর ওয়াজেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উদরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও দাগনভূঞা একাডেমী কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার ভোটগ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার শুন্য অবস্থায় দেখা যায়। ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডে ২টি কেন্দ্রের মধ্যে মেহেদী সাইদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত ৩২ ভোট সংগ্রহ হয়। প্রিজাইডিং অফিসার আবু নঈম মো:সাইফুদ্দিন জানান, এখানে ৮টি বুথে ৩ হাজার ১শ’ ৩৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। একই ভাবেদাগনভূঞার আতাতুর্ক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৩শ’ ৩৬ ভোটার ভোট দিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩শ ৪৩ পুরুষ ও ৩শ ৮০ মহিলা ভোট কাষ্ট হয়েছে। এখানে রামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোন ভোটারকে দেখা যায় নি। তাবে কোন কোন কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। প্রতিদ্বন্ধি প্রার্থীদের অভিযাগ এসব লাইনে আ’লীগের নেতাকর্মীদের ভোট হচ্ছে বোঝানোর জন্য দাড় করানো হচ্ছে।
আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো: এনামুল হক জানান, অবাধ ও সুষ্ঠুভবে ভোট গ্রহণ চলছে। তার কেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও কোন ধরণের অভিযোগ এখনো পর্যন্ত আসেনি।
সম্পাদনা: আরএইচ/এনকে/ইআর/এমকেএইচ/ডিটি/টিএএন








