ছাগলনাইয়া প্রতিনিধি >>
ছাগলনাইয়া বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আখতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আলী জিন্নাহ, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আলেয়া বেগম মঞ্জু, বিদ্যালয় ম্যানেজিং কমি টির সদস্য আব্দুল কাদের মিয়াজি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জম হোসেন,পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর বিএসসি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারি বই তুলে দেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় বই উৎসব পালিত
