সদর প্রতিনিধি>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কসকা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত১০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে সাতটারদিকে ডেলটা লাইন নামের চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তাার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মামুন (১৭) ও জোৎসনা (৩৬) ও অজ্ঞাত মহিলা (৩০) নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ ॥ আহত ১০
