দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় তিন মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামসেদ খন্দকার এ রায় দেন।
সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে শনিবার রাতে দাগনভূঞা থানার এস আই সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চন্ডিপুর গ্রামের মোঃ ইসমাইল (২৯), ইসলামপুর গ্রামের আবু ছায়েদ (২৪), মোঃ সুমন (২৬) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পরে তাদের ভ্রাম্যমান আদালতের নিয়ে গেলে তিন মাদকসেবীকে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়।
দাগনভূঞা থানার (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ