নিজস্ব প্রতিনিধি>>
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আক্তার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার মহানগর নাট্যমঞ্চে চলমান নির্বাচনী অধিবেশনে তাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
জানা যায়, জাতীয় কাউন্সিলে সুষ্ঠুভাবে সঠিক নেতৃত্বে নির্বাচন হচ্ছে না এমন দাবী করে ওই দিন রাতে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। এর তিন ঘন্টা পরে নির্বাচনী অধিবেশনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সভাপতি এবং শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে জাসদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদনা: আরএইচ
শিরিন আক্তার জাসদ’র সাধারণ সম্পাদক
