ঢাকা অফিস>>
ফেনীর চার কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তানভীর আলাদীন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কবি এরশাদ মজুমদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম জাহিদ।
অনুষ্ঠানে সাবেক বিচারপতি কাজী এবাদুল হক একুশে পদক অর্জন, এম আবদুল্লাহ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র মহাসচিব, সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাধারণ সম্পাদক ও মীর আহাম্মদ মিরু বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনীর চার কৃতি সন্তানকে ঢাকায় সংবর্ধনা
