নিজস্ব প্রতিনিধি>>
নদীর তীরে পাওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার না করে নদীতে ভাসিয়ে দিয়েছে গ্রাম পুলিশ। ঘটনাটি সোমবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের চর খোন্দকার গ্রামে ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুর চর খোন্দকার গ্রামের বড় ফেনী নদীর তীরে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। অজ্ঞাত লাশের পরনে পাঞ্জাবী, লুঙ্গি ও মুখে সাদা-কালো দাঁড়ি রয়েছে। পরে স্থানীয়রা সোনাগাজী মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে না গিয়ে গড়িমসি করে। একপর্যায়ে বিকাল ৩টার দিকে স্থানীয় সদর ইউপির গ্রাম পুলিশ সদস্য আবদুল মালেক ও মিন্টু ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার না করে নদীতে ভাসিয়ে দেয়। ঘটনাটি দেখে এলাকাবাসী প্রতিবাদ করলে ওসি মো: হুমায়ুন কবীর ও স্থানীয় চেয়ারম্যান সামছুল আরেফিন তাদেরকে লাশটি নদীতে ভাসিয়ে দিতে পাঠিয়েছে বলে তারা স্থানীয়দের জানান। এনিয়ে কাউকে মুখ না খুলতে হুমকি-ধমকি দেয়া হয়। ঘটনাটি এক কান-দু’কান হয়ে পৌর শহরে ছড়িয়ে পড়ে।একই দিনরাতে সোনাগাজী মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার আবুল খায়ের জানিয়েছেন, থানায় অজ্ঞাত লাশের কোন খবর নেই।
এ ব্যাপারে চেষ্টা করেও স্তানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনের বক্তব্য জানা যায়নি।
তবে সোনাগাজী মডেল থানার ওসি মো: হুমায়ুন কবীর বলেছেন, তিনি অজ্ঞাত লাশ পাওয়ার খবর শুনে সেকেন্ড অফিসার এস আই শাহআলমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় শাহআলম সহ একদল পুলিশ লাশের সন্ধানে ঘটনাস্থলে রয়েছেন বলে তিনি জানান।
সোনাগাজীর সেই অজ্ঞাত লাশ নদীতে ভাসিয়ে দিলো গ্রাম পুলিশ!
