নিজস্ব প্রতিনিধি >>
‘নববর্ষে ইলিশ বাঙালি সংস্কৃতির অংশ নয়’ শ্লোগানে ফেনীতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ প্রশাসন, ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টাস ইউনিটি আয়োজতি র্যালীটি ফেনী মডেল থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আবু তাহের, দৈনিক সমকাল নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, ফেনী রিপোর্টাস ইউনিটি সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ডা. মনজুর ইকবাল, সময় টিভি ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার মুন্না, বাংলাভিশন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন প্রমূখ।
বক্তারা পান্তা-ইলিশকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে দেয়ার তীব্র নিন্দা জানান। তারা ইভটিজিং, নারী নির্যাতন মুক্ত বর্ষবরণে সকলের সহযোগিতা করেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ/এনএনএন







