নিজস্ব প্রতিনিধি>>
সারা দেশের মত ফেনীতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৭টা ৫৬ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে ভূমিকম্প অনুভূত হলে শহরের বহুতল ভবন থেকে মানুষজন রাস্তায় নেমে আসে। শহরের ট্রাংক রোড, এসএসকে সড়ক ও কলেজ রোড এলাকায় মানুষজন ছোটাছুটি করতে থাকে। ভয়ে অনেক নারী-পুরুষ চিৎকার দিয়ে ওঠে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনীর কোথাও কোন ধরণের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মাউলাইক শহরের ৭৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানটি বাংলাদেশ-ভারত ও মায়ানমারের সীমান্ত সংলগ্ন। ভূপৃষ্ঠ থেকে ১৩৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। অবশ্য ভূমিকম্পের পরপরই এর মাত্রা ৭.২ বলে খবর পাওয়া গেলেও পরবর্তীতে এর মাত্রা রিখটার স্কেলে ৬.৯ বলে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে শক্তিশালী ভূমিকম্পন অনুভূত
