দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞায় খেলা-ধুলায় উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্ট’র চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রীড়া সামগ্রী ও খেলতে গিয়ে আহত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করেছে ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারী। বুধবার সাংসদ নিজাম হাজারীর পক্ষে অনুদান তুলে দেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
২০১৬ সালে বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্ট’র চ্যাম্পিয়ান দল পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ লাখ টাকা এবং রানর্স আপ দল লক্ষনপুর (সালামনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫০ হাজার টাকা এবং বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্ট’র চ্যাম্পিয়ান দল রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ লাখ টাকা এবং রানার্স আপ দল ছমিভূঞার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এছাড়াও টুর্ণামেন্টে খেলায় আহত রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তারের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় ক্রীড়া সামগ্রী ক্রয় ও আহত শিক্ষার্থীকে অনুদান







