ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি এম. মোস্তফার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের ছাগলনাইয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান।
সমাজসেবক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, পাঠান্নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুদ্দিন মজুমদার বুলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মনির আহাম্মদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মোজাহারুলাম মুছা উটপাখি), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, বর্তমান সভাপতি জিয়াউল হক দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২৫ মে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা পৌর নির্বাচনে ছাগলনাইয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় মেয়র প্রার্থী মোস্তফা’র সমর্থনে মতবিনিময়
