নিজস্ব প্রতিনিধি>>
অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা ভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা মূলক এক কর্মশালার আয়োজন করেছে ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে শহরের মিজান রোডস্থ প্রতিবন্ধি স্কুলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার পি.কে.এম এনামুল করিম, ফেনী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে সালমা আখি, প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক নুর জাহান ও যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আহমদ করিম মজুমদার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নেজামুল হক ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আরবান ইয়ূথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান, মর্ডান মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি তানজিনা আক্তার ও দ্রুব তারা ইয়ূথ সোসাইটির এনএনকে রুবেল প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে যুব উন্নয়ন’র কর্মশালা







