নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার বিরাট ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দিল আফরোজ মুন্নি। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের একটি কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ ৪ জুন ৬ষ্ঠ দফা ইউপি নির্বাচনে একই ইউনিয়নে বিএনপির সমর্থন পেয়ে ধানের শীষে নির্বাচনে অংশ নেয়। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ সরকার দলীয় প্রার্থী নুরুল ইসলাম ভুট্টু নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রকাশ্যে হুমকি-ধমিক ও প্রাণ নাশের হুমকি দেয়। তার প্রচার মাইক ভাংচুর, পোষ্টার, লিপলেট ছিঁড়ে ফেলে। তার নির্বাচনী কার্যালয়ে গিয়ে নির্বাচন থেকে সর না দাঁড়ালে পার্শ্ববর্তী মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের মত অস্ত্রদিয়ে র্যাবকে ধরিয়ে দেয়া হবে বলে পুনরায় হুমকি দেয়। এ বিষয়ে আবুল কালাম আজাদের পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে আবুল কালামের পরিবারের পক্ষ থেকে র্যাবকে বিষয়টি জানালে র্যাব তাকে কার্যালয়ে দেখা করতে বলে। নির্বাচনের দুই দিন আগে ২ জুন রাত নয়টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুদকে সাথে নিয়ে একটি সিএনজি নিয়ে র্যাব ক্যাম্পে যায়। রাত দেড়টার দিকে আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে আমার বাড়ীতে তল্লাসি চালায় র্যাব। তাদের বহন করা একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে বলে অস্ত্র পাওয়া গেছে। বিষয়টি দরজার আঢ়াল দেখে তাৎক্ষনিক আমি প্রতিবাদ করলে তারা আমার সাথে খারাপ আচারণ করে। তারা বাড়ীর লোকজনকে ডেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে জানতে পারি আমার স্বামী আবুল কালাম আজাদকে শহরের ট্রাংক রোডে সিএনজি থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তিনি র্যাব ক্যাম্পের রেজিস্টার ও সিসি ক্যামরার ফুটেজ দেখে জ্যুডিশিয়াল তদন্তের দাবী জানান। তিনি আবুল কালাম চেয়ারম্যাসহ গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করেন।
এসময় আবুল কালামের মা দৌলত বিয়া, ছেলে মিনহাজ কালাম শিশির (১১) ও সামিউল কালাম শ্রাবনসহ (৭) পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে ইউপি চেয়ারম্যান’র মুক্তির দাবীতে স্ত্রীর সাংবাদ সম্মেলন







