নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহরের ছিহ্নিত মাদক’র স্পট গুলোতে রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার শহরের রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন স্থান, পশ্চিম রামপুর, ট্রাংক রোড ও কলেজ রোড সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা জানান, দীর্ঘ দিন থেকে ফেনী শহরের বেশ কিছু স্থানে ভয়াবহ ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এমন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পুরো রেল স্টেশান ঘুরে অন্তত ২০ জন মাদক বিক্রেতাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের দেয়া তথ্যমতে রেল লাইন সংলগ্ন বিভিন্ন বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক স¤্রাট জামালের রান্না ঘর থেকে ৩৫০ পুরিয়া (১ কেজি ৭শ গ্রাম) গাঁজা, ৩ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমান ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। তবে স¤্রাট জামালকে আটক করা যায়নি। স্থানীয়রা জানায়, জামালের ওই ঘর ভাড়া নিয়ে প্রতি রাতে মাদক সেবন ও বিক্রির বাজার বসতো।
একই রাতে ভ্রাম্যমান আদালত শহরের পশ্চিম রামপুরস্থ রসুল মিয়ার মাদকের আস্তানায় হানা দেয়। আদালতের উপস্থিতি টের পেয়ে রসুল মিয়া পালিয়ে যায়। পরে তল্লাশী করে আস্তানা থেকে বেশ কিছু মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে আদালত।
এছাড়াও ভ্রাম্যমান আদালত ওই রাতে শহরের ট্রাংক রোড, কলেজ রোড সহ বিভিন্ন স্থানে মাদক বিক্রেতা ও সেবীদের ধরতে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান খোকনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেনীতে অবৈধ ভাবে মাদক আসে। ফলে সহজেই এই জেলায় মাদক বিক্রি, বিপনন ও সেবন করা যায়। জনগনকে সম্পৃক্ত করে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও সচেতনতামূলক কর্মসূচীর বিস্তার ঘটলে সহজেই মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তের সংখ্যা কমতে পারে।
সম্পাদনা: এনকে
ফেনীতে রাতভর মাদক’র স্পটে ভ্রাম্যমান আদালতের অভিযান







