দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার রাজাপুরে যৌতুকের জন্য বিবি মরিয়ম (২২) নামের এক গৃহবধুকে গলায় ওড়না পেছিয়ে হত্যার চেষ্টা করেছে শাশুড়ি ও দেবর। বুধবার সকালে ইউনিয়নের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধু মরিয়ম জানায়, ২০০৯ সালে খালাতো ভাই জামাল উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিবাহের পর থেকে জামাল বিভিন্ন অজুহাতে মরিয়মের বাড়ি থেকে কয়েক লাখ টাকার যৌতুক আদায় করে। বিগত কিছুদিন ধরে জামাল পূনরায় তাকে বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। মরিয়মের পরিবার এ টাকা দিতে ব্যর্থ হলে শুরু হয় তার উপর নির্যাতন। মঙ্গলবার ট্রাক চালক জামাল উদ্দিন যৌতুকের জন্য মরিয়মকে ঘরের দরজা লাগিয়ে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বুধবার সকালে মরিয়মের শাশুড়ি হাজেরা খাতুন ও দেবর জালাল উদ্দিনও তার উপর চড়াও হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা মরিয়মের গলায় ওড়না পেছিয়ে হত্যার চেষ্টা করে। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরিয়মকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দানগনভূঞা থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদনা: এনকে/ইআর







