শহর প্রতিনিধি >>
ফেনীতে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পিটুসহ ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপরে ফেনী সরকারী কলেজে সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, একাদশ শ্রেনীতে ভর্তি নিয়ে কলেজ ছাত্রলীগ নেতাদের সাথে পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম পিটুর দূরত্ব তৈরী হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার পিটু কলেজ ক্যাম্পাসে গেলে ছাত্রলীগকর্মীরা তাকে দাওয়া দেয়। এ ঘটনার সূত্র ধরে পরদিন বৃহস্পতিবার দুপুরে পিটু দলবল নিয়ে কলেজ ক্যাম্পাসে গেলে ফেনী পৌরসভার সামনে বিরোধী গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। এসময় সাইফুল ইসলাম পিটুসহ তিনজন গুরুতর আহত হয়। পরে শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অপর দু’ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক রবিন জানান, ঘটনার সময় কলেজ সভাপতি তোফায়েল আহাম্মদ তপুসহ তিনি কলেজে অনুপস্থিত ছিলেন। তবে সাইফুল ইসলাম পিটু কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় বলে তিনি শুনেছেন।
সম্পাদনা: আরএইচ/
ফেনী সরকারী কলেজে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষ







