পরশুরাম প্রতিনিধি >>
ফেনীর পরশুরামে নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মুহুরী নদীর লাশধর ব্রীজ সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি মৃতদেহ ঝোপের সাথে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, নদীর পানিতে ভেসে আসা লাশটির শরীরের অধিকাংশ অংশ পঁচে গেছে।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোথাও থেকে বন্যার লাশটি পানিতে ভেসে এসেছে।
সম্পাদনা: আরএইচ






