নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে নিজদলীয়কর্মীদের গুলিতে যুবলীগ নেতা জয়নাল আবেদীন (৩৮) প্রকাশ জয়নাল মেম্বার নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বড় পোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দিন রাতে বাঁলিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ও ইউপি মেম্বার জয়নাল আবেদীন পারিবারিক একটি অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়ী ফেরার পথে নিজদলীয়কর্মীরা হামলা করে। এসময় তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও গুলি করে রাস্তার পাশে রেখে চলে যায়। তার শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আবেদীন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ স¤পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের সমর্থক। সে বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলনেতা মুনির হত্যা মামলার আসামী। ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার সাথে জড়িদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে নিজদলীয়দের গুলিতে যুবলীগনেতা নিহত







