পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে ২হাজার হতদরিদ্রের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার তিনটি ইউনিয়নে এক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদাল, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামন ভূট্টু, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, উপজেলা যুগলীগ সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিমসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ
পরশুরামে ২ হাজার হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ







