নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সাকলে শহর তলীর বিজয়সিংহ এলাকায় ধান কাটার মধ্যদিয়ে এ উৎসব শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, জেলা মৎস কর্মকর্তা ড. মনিরুজ্জামান, বিএডিসির উপ-পরিচালক (বীজ) রুহুল আমিন, ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে দক্ষিণ মাথিয়ারা আইপিএম ক্লাবের সৌজন্যে সনাতন কৃষি ও আধুনিক কৃষি উপকরণ প্রদর্শনী ও কৃষিভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদনা: আরএইচ/এনকে







